সিলেটে রাস্তা থেকে তুলে নিয়ে সাইফুল ইসলাম (২০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। সাইফুল কানাইঘাট উপজেলার দনা রাতাছড়া গ্রামের মৃত ছলু মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলেন সাইফুল। পথমধ্যে পূর্ববিরোধের জেরে তাকে মোটরসাইকেলে করে শাকিল আহমদ ও সুমন আহমদ নামে দুই যুবক তুলে নিয়ে যান। বাড়িতে নিয়ে বেঁধে মারধর করা হয়। পরে রাত ৯টার দিকে আশঙ্কাজনক অবস্থায় সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার ওসি আবদুল আউয়াল জানান, সাইফুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।