বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা সরকারে গেলে কোনো দাবি নিয়ে দপ্তরে দপ্তরে ধরনা দিতে হবে না, আন্দোলন করতে হবে না। সরকার তার দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে।
গতকাল মহাখালীর বিএমআরসি ভবনে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিগত দিনে সরকার শুধু আশ্বাস দিয়েছে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা আশ্বাস নয়, কাজে প্রমাণ করতে চাই। একই ভাষায় আমরা কথা বলি, আমরা এক জাতি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। দেশের মানুষ ভালো উল্লেখ করে তিনি বলেন, তবে খারাপ রাজনীতিবিদদের কারণে দেশে কিছুই হয় না। কিন্তু আমরা মূল ধরে টান দেব। দেশে মানসম্মত শিক্ষাব্যবস্থা নেই জানিয়ে জামায়াত আমির বলেন, মা-বাবা নয়, সন্তান কী নিয়ে পড়াশোনা করবে তা নির্ধারণ করবেন শিক্ষক। আমাদের টার্গেট সব শিশুকে গড়ে তোলা। আগামীতে বোঝা নয়, সম্পদ হয়ে উঠবে তারা। এখন জাস্টিস পয়সা দিয়ে কিনতে হয় জানিয়ে তিনি বলেন, এর পরিবর্তন করতে হবে আমাদের। তিনি বলেন, সরকারে না গেলেও জামায়াতের পক্ষ থেকে ১০০ ক্লিনিকে সোলার প্যানেল লাগানো হবে।