পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আসাদুজ্জামান খান কামালের ব্যাপারে কোনো অফিশিয়াল তথ্য আমাদের কাছে নেই। আমরা জানি উনি ভারতে আছেন, কিন্তু লিখিতভাবে কখনো আমাদের কাছে জানানো হয়নি। তাকে দিয়ে যে প্রত্যর্পণ শুরু হবে এমন তথ্যও আমার কাছে নেই। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সম্প্রতি, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণ শুরুর কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলেও ঢাকা-দিল্লি সম্পর্ক আটকে থাকবে না। বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে আছে, ভারতের সঙ্গেও সেই সম্পর্ক বিদ্যমান। তবে দণ্ডিত হওয়ায় বাংলাদেশ দ্রুততম সময়ে তাঁকে ফেরত পাওয়ার প্রত্যাশা করে। সীমান্ত হত্যা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ-ভারত পৃথিবীর একমাত্র সীমান্ত, যেখানে যুদ্ধাবস্থা নেই, কিন্তু তার পরও সীমান্ত হত্যা হচ্ছে। ঢাকা এ ঘটনার নিন্দা জানিয়ে আসছে এবং জানাতে থাকবে। তৌহিদ হোসেন বলেন, তিস্তার পানি হোক, আর সীমান্ত হত্যা হোক- এগুলোর পাশাপাশি থাকবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রসঙ্গ। একটা তো আরেকটার ওপর নির্ভরশীল না। কাজেই স্বার্থগুলো থেকেই যাবে। আমাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে। কতদিন লাগবে জানি না। কিন্তু আমরা চাই যে, তাদের ফেরত দেওয়া হোক, যাতে সাজা কার্যকর করা যায়।