বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবশেষে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ’ জারি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় খসড়া অনুমোদনের ১০ দিনের মাথায় গতকাল রাতে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এ অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। এখন সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা হলে অধস্তন আদালত এবং প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান-নিয়ন্ত্রণ সংক্রান্ত সব প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবে এ সচিবালয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ অধ্যাদেশের মাধ্যমে বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার পথ খুলল।
অধ্যাদেশ অনুযায়ী, বিচারকাজে নিয়োজিত বিচারকদের পদায়ন, পদোন্নতি, বদলি, শৃঙ্খলা ও ছুটিবিষয়ক সব সিদ্ধান্ত ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় এ সচিবালয়ের হাতে থাকবে। সুপ্রিম কোর্ট সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির ওপর ন্যস্ত থাকবে এবং সচিবালয়ের সচিব প্রশাসনিক প্রধান হবেন।
এ অধ্যাদেশের ৭ ধারা বাদে বাকি সব ধারা অবিলম্বে কার্যকর হবে। অধ্যাদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপন সম্পন্ন এবং এটির কার্যক্রম পূর্ণরূপে চালু হওয়া সাপেক্ষে সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এ অধ্যাদেশের ধারা ৭ এর বিধানাবলি গেজেটে প্রজ্ঞাপন দিয়ে কার্যকর করবে। অধ্যাদেশের ৭ ধারায় বলা হয়েছে, সুপ্রিম কোর্ট অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সংক্রান্ত কাজে রাষ্ট্রপতির পক্ষে প্রয়োজনীয় সব প্রশাসনিক দায়িত্ব পালন করবে।
এর আগে গত ২০ নভেম্বর উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়। বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণ নিশ্চিতকরণে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের উদ্যোগে ২০২৪ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন সংক্রান্ত প্রস্তাব আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়। পাশাপাশি বিচার বিভাগ সংস্কার কমিশনও তাদের প্রতিবেদনে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার সুপারিশ করে অধ্যাদেশের একটি খসড়াও দেয়। একই সঙ্গে আইন মন্ত্রণালয়ও অধ্যাদেশের একটি খসড়া প্রণয়ন করে। শেষে বিভিন্ন ধাপ পেরিয়ে অধ্যাদেশের চূড়ান্ত খসড়া সরকারের অনুমোদন পায়।
অধ্যাদেশের ৭ ধারায় যা আছে : এ অধ্যাদেশের ৭ ধারায় সার্ভিস প্রশাসনের দায়িত্ব পালন সম্পর্কে বলা হয়েছে, (১) সুপ্রিম কোর্ট সচিবালয় সার্ভিস প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হইবে। (২) সংবিধানের ১১৬ অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে সুপ্রিম কোর্ট সচিবালয় সার্ভিস সদস্যদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সংক্রান্ত কাজে রাষ্ট্রপতির পক্ষে প্রয়োজনীয় সকল প্রশাসনিক দায়িত্ব পালন করিবে। (৩) সার্ভিস সদস্যদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সংক্রান্ত কার্যাদি সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব কর্তৃক সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট কমিটির পরামর্শের জন্য উপস্থাপিত হইবে। (৪) উপ-ধারা (৩) এ উল্লিখিত কমিটির সদস্যগণ নির্ধারিত পদ্ধতিতে আপিল বিভাগের বিচারকগণ কর্তৃক মনোনীত হইবেন। (৫) উপ-ধারা (২) এর বিধান সত্ত্বেও আইন ও বিচার বিভাগ ও ইহার কার্যপরিধিতে বর্ণিত প্রতিষ্ঠান বা সংস্থা এবং অন্য কোনো মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের দপ্তরে সার্ভিস সদস্যগণের পদায়ন বা বদলি সংক্রান্ত কার্যাদি এতদুদ্দেশ্যে রাষ্ট্রপতি কর্তৃক সংবিধানের ১৩৩ অনুচ্ছেদের অধীন প্রণীত বিধিমালা অনুযায়ী সুপ্রিম কোর্টের সহিত পরামর্শক্রমে সম্পাদিত হইবে।