রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার্থে বিদেশের অ্যাডভান্স হেলথকেয়ার সেন্টারে নেওয়ার অপেক্ষায় তাঁর দল ও পরিবার। ভিসা ও আনুষঙ্গিক সব প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে। লন্ডন ক্লিনিক হসপিটালসহ কয়েকটি দেশের অ্যাডভান্স হেলথ কেয়ারের সঙ্গে যোগাযোগ এবং চূড়ান্ত কথাবার্তা হয়েছে। যোগাযোগ করা হয়েছে কাতারের অ্যাম্বুলেন্সসংবলিত বিশেষায়িত উড়োজাহাজ এবং এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই বিদেশে নিয়ে যাওয়া হবে। এখন লন্ডন নেওয়া সম্ভব না হলে ত্বরিত ব্যবস্থা হিসেবে সিঙ্গাপুর নেওয়া হতে পারে। চীনা সরকারের পক্ষ থেকে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের অ্যাডভান্স হেলথকেয়ার সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানোর বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে। তবে গতকাল পর্যন্ত হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি একই অবস্থায় রয়েছেন। তাঁর শারীরিক জটিলতা কাটেনি। ফলে বিদেশে নেওয়ার ব্যাপারে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড কোনো সিদ্ধান্ত দিতে পারছে না। সংশ্লিষ্ট মেডিকেল বোর্ড ও দলীয় মুখপাত্র সূত্রে এসব তথ্য জানা গেছে।
দেশিবিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা নিবিড় পর্যবেক্ষণে রেখেই সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। শারীরিক অবস্থার কোনো উন্নতি না হলেও চিকিৎসকদের নির্দেশনা শুনতে ও বুঝতে পারছেন দেশের রাজনীতির অভিভাবক বেগম খালেদা জিয়া। যৎসামান্য স্বাভাবিক খাবারও গতকাল থেকে গ্রহণ করতে পারছেন তিনি। তবে শরীরের বিভিন্ন অঙ্গের জটিলতা কাটেনি। একটির অবনতি হলে সেটির চিকিৎসা করতে না করতেই অন্য একটি অঙ্গপ্রত্যঙ্গের ফাংশনে অবনতি ঘটে। এভাবেই চলছে তাঁর চিকিৎসা কার্যক্রম।
খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন- রিজভী : হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি এখনো একই জটিল অবস্থায় রয়েছেন। তার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি। বোর্ডের পরামর্শ ছাড়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।’
হাসপাতালের সামনে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভিড় এড়ানোর পরামর্শ দিয়ে রুহুল কবির বলেন, হাসপাতালে অতিরিক্ত ভিড় সৃষ্টি হলে চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটে। এজন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে হাসপাতালের সামনে ভিড় না করতে। সবাই নিজ নিজ অবস্থান থেকে দোয়া করবেন।
বিএনপির বিজয় মাসের কর্মসূচি স্থগিত : দলীয় চেয়ারপারসনের গুরুতর অসুস্থতার কারণে মহান বিজয় দিবস উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। এ কর্মসূচির অংশ হিসেবে আজ ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী ‘বিজয় মশাল রোড শো’ এবং ১৬ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার কথা ছিল। দলটির পক্ষ থেকে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে ডিসেম্বরের ১-১৫ তারিখের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।
ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনার আয়োজন : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। নেত্রীর আরোগ্য কামনায় গতকাল বিকাল ৫টায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে প্রার্থনা সভার আয়োজন করেছে পূজা উদ্যাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট। ঐক্যফ্রন্টের চেয়ারম্যান সাবেক সচিব বিজন কান্তি সরকার ও মহাসচিব এসএ তরুণ দে এসব তথ্য জানান। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জাতীয় স্বার্থে আমরা খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি। এতে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। ডিএসএসএস-এর দোয়া মাহফিল ও মোনাজাত : বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের (ডিএসএসএস) পক্ষ থেকে গতকাল মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাব মসজিদে বাদ জোহর এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব মসজিদের ইমামের পরিচালনায় এই মাহফিলে সমিতির সভাপতি সদরুল হাসান এবং সম্পাদক শফিউল আলম দোলনসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
হাসপাতালের সামনে নেতা-কর্মীদের ভিড় : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন দলীয় নেতা-কর্মীরা। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত এই ভিড় দেখা যায়। সকালে রাজধানীর আদাবর থেকে আসেন থানা বিএনপির সদস্যসচিব আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘এখানে আসছি ম্যাডামের খোঁজখবর নেওয়ার জন্য। আসতে নিষেধ করা হলেও মনকে মানাতে পারছি না। মনের টানে, আদর্শের টানে আসছি।’ সকাল সাড়ে ১০টায় হাসপাতাল থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন। দেশনেত্রী যাতে সুস্থ হয়ে যান, সেজন্য তিনি সবাইকে দোয়া করার আহ্বান জানান। বেগম জিয়াকে দেখতে আসেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. ইউনূস। সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ (ভিপি) সোহেল।
এদিকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিজিএমইএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরাম, কক্সবাজার প্রেস ক্লাব, বগুড়া প্রেস ক্লাব, বরিশাল বিভাগীয় বিএনপি, যশোর বিএনপি, দিনাজপুর জেলা বিএনপি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), ব্রাহ্মণবাড়িয়া ডাক্তারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ছাত্রদল, শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপি, সিরাজগঞ্জ বিএনপি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, গাজীপুর মহানগর কৃষক দল, কুয়াকাটা পৌর জামায়াত, জাবি জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরাম, প্রেস-ফাইভ লালমনিরহাট, বাগেরহাটের লতিফ মাস্টার ফাউন্ডেশন, রংপুর বিএনপিসহ অন্য সংগঠন বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল কর্মসূচি পালন করেছে।