জামালপুর জেলা কারাগারে পাগলা হযরত (২৫) নামে এক হাজতিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে তাকে ঘুমের মধ্যে মাথায় আঘাত করা হয়। গতকাল সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এসব তথ্য জানান কারাগারের জেল সুপার মো. গোলাম দস্তগীর।
নিহত পাগলা হযরত জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারী গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে। তিনি মাদক মামলায় কারাগারে ছিলেন।
কারাগার কর্তৃপক্ষ জানান, রহিদুর মিয়া নামে এক হাজতি পাগলা হযরতকে টয়লেটের দরজার কাঠ দিয়ে মাথায় একাধিকবার আঘাত করেন। রহিদুর (৪০) বকশীগঞ্জ উপজেলার দত্তেরচর গ্রামের বাসিন্দা। হযরতকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জেল সুপার গোলাম দস্তগীর বলেন, কী কারণে হাজতিকে পিটিয়ে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
সূত্র : বিডিনিউজ২৪