রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জনের মামলায় রায়ের তারিখ ১ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। গতকাল রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলম এ তারিখ নির্ধারণ করেন। এদিন রাজউকের সদস্য খোরশেদ আলমের পক্ষে অ্যাডভোকেট মো. শাহীনুর ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন এবং এই আসামিকে নির্দোষ দাবি করেন। তবে মামলার অন্যান্য আসামিরা পলাতক থাকায় তারা যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পাচ্ছেন না। এর আগে, গত ১৮ নভেম্বর এই মামলায় সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন আদালত। বিচার চলাকালে ৩২ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।
গত ৩১ জুলাই এসব মামলায় চার্জ গঠন করে আদালত বিচার শুরু করার আদেশ দেন। চার্জ গঠনের সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেন। প্লট নিতে অযোগ্য হলেও তারা পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন।