বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের কেবিনে নিবিড় পর্যবেক্ষণে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান এবং এ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার গতকাল সকালে এ তথ্য জানান। তাঁর তত্ত্বাবধানেই চিকিৎসা চলছে বেগম জিয়ার।
এদিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে তোলেন।
রবিবার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে আসেন বেগম খালেদা জিয়া। সে রাতে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে লন্ডন থেকে ছেলে তারেক রহমান ও বড় পুত্রবধূ ডা. জুবাইদা রহমান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এ ছাড়া ঢাকায় খালেদা জিয়ার পাশে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।
বেগম জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা, লিভার সিরোসিসসহ নানান জটিলতায় ভুগছেন। ‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’-ফেসবুকে ফখরুল : বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি আবেগঘন বার্তাসংবলিত ফটোকার্ড শেয়ার করেছেন। এতে লেখা ছিল, ‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ।’