নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে ও পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া ফরিদপুরে গ্রামীণ ব্যাংকেও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। গতকাল রাজধানীর হাতিরঝিলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।
জানা গেছে, সন্ধ্যা ৬টায় হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের পর একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। পুলিশ জানায়, হাতিরঝিলের মধুবাগ ব্রিজে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন লাগানো হয়। এতে বাসটি ভস্মীভূত হয়ে যায়। গতকাল সকাল ৬টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এদিকে ফরিদপুরের মধুখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দিতে গ্রামীণ ব্যাংকের রায়পুর শাখায় এ ঘটনা ঘটে। রায়পুর শাখার দ্বিতীয় শাখা ব্যবস্থাপক বাবুল হোসেন বলেন, দুর্বৃত্তরা ন্যাকড়ায় পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে ব্যাংকের মূল দরজা দিয়ে ভিতরে দেওয়ার চেষ্টা করে। এদিকে গতকাল রাত ৮টা ৪৯ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, মোটরসাইকেলে করে যাওয়ার সময় দুজন ব্যক্তি এডিবি ভবনের সামনের ফুটপাতে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। ককটেলটি দেশীয় পদ্ধতিতে তৈরি। এতে কোনো হতাহত হয়নি।
এদিকে গাজীপুরে চলন্ত বাসে হঠাৎ আগুন লেগে প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর গাছা থানার হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে সাভারে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় আগুন দেখে বাসে থাকা চালক লাফিয়ে নেমে প্রাণে বাঁচেন। গতরাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্নের আরিচামুখী লেনে ওই বাসে অগ্নিকাণ্ড ঘটে। বাসের চালক সেলিম বলেন, বাসটি মেট্রো গার্মেন্টসের শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহার হয়।
আজ (শনিবার) শ্রমিকদের নামিয়ে দিয়ে রাতে ঢাকা-আরিচা সড়কের গেন্ডা ইউটার্নে পার্কিং করা হয়। হঠাৎ রাত সাড়ে ১০টার দিকে বাসের পেছনের অংশে আগুন ধরে। সে সময় আমি ঘুমিয়ে ছিলাম এবং আগুনের তাপ পেয়ে বাস থেকে লাফিয়ে নেমে যাই।
সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১০টার দিকে গেন্ডা এলাকায় বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে বাসে আগুন লেগেছে, তা তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত বাসের পেছনের অংশে অগ্নিকাণ্ড ঘটেছে। কীভাবে বাসে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।