রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল। কার্গো ভিলেজ কমপ্লেক্সে রাখা বিপুল পরিমাণ জরুরি আমদানিপণ্য পুড়ে ছাই হলো। শনিবার দুপুরে লাগা আগুন নেভাতে ১৩ ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট হিমশিম খায়। যোগ দেয় সেনা, নৌ, বিমানবাহিনী ও বিজিবি। তাদের সমন্বিত, সাত ঘণ্টার প্রাণান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনসার, ফায়ারকর্মীসহ অন্তত ৩৫ ব্যক্তি আহত হন। ছয় ঘণ্টায় ২৩টি আন্তর্জাতিক ফ্লাইট অন্য বিমানবন্দরে অবতরণে বাধ্য হয়। শত শত যাত্রী মহাদুর্ভোগের শিকার হন। তাৎক্ষণিকভাবেই প্রশ্ন ওঠে নিরাপত্তা-সতর্কতার সক্ষমতা ও দায়িত্বশীলতা নিয়ে। শেষ পর্যন্ত রাত ৯টার পর বিমান ওঠানামা শুরু করে। দেশের প্রধান বিমানবন্দরে এমন বিপর্যয়কর অগ্নিকাণ্ড স্বভাবতই এর সম্পর্কে দেশিবিদেশি যাত্রীদের মনে ভীতি ও উৎকণ্ঠা সৃষ্টি করবে। ক্ষতির ভস্মে দাঁড়িয়ে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে বিমান ব্যবহারকারী ব্যবসায়ীরা আস্থা হারাবেন। সার্বিকভাবে বিমানবন্দরের বিশ্বমান তালিকায় ঢাকা আরও পিছিয়ে পড়বে। এ ক্ষতি পূরণে সময় লাগবে। বিশেষ উদ্বেগের কারণ হচ্ছে এর আগে গত মঙ্গলবার রাজধানীর শিয়ালবাড়িতে রাসায়নিক গুদামে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। তাতে পাশের চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে। ১৬টি লাশ উদ্ধার হয়। এরপর বৃহস্পতিবার চট্টগ্রামের ইপিজেড এলাকার টেক্সটাইল এবং মেডিকেল কোম্পানিতে আগুন লাগে। এ ছাড়া শনিবারই ঢাকায় একটি ফার্মাসিউটিক্যালসে আগুনের ঘটনা ঘটে। ধারাবাহিকভাবে এসব দুর্ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অনেকেই এগুলোর পেছনে কোনো স্বার্থান্বেষী মহলের নাশকতার কারসাজি কাজ করছে কি না, সে প্রশ্ন ও সন্দেহ করছেন। নিরাপত্তা সংস্থাগুলোর প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করা উচিত। মানুষের জীবন এবং ব্যক্তি ও রাষ্ট্রের সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন সরকারের অবশ্যকর্তব্য। উল্লিখিত ঘটনাগুলোর কোনোটির সঙ্গে নাশকতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হোক। অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানির মাধ্যমে কোনো মহল যেন জনজীবন ও চলমান রাজনৈতিক প্রক্রিয়া বিঘ্নিত করার সুযোগ না পায়।
শিরোনাম
- অন্ধ্রপ্রদেশে বাস খাদে পড়ে নিহত ৯
- ‘রাশিয়া ৫ বছরের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে’
- ভেনেজুয়েলার সঙ্গে জড়িত ৬ জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
একের পর এক আগুন
নাশকতা কি না, তদন্ত করুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর