শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কৃষকদের পণ্য আধুনিক প্রযুক্তিতে সংরক্ষণ ও বিপণনের সুবিধার্থে জাপান সরকারের জাইকা ও বাংলাদেশ সরকারের পক্ষে এলজিইডির যৌথ উদ্যোগে এগ্রো বিজনেস সেন্টার উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার নলকুড়া রাবারড্যাম এলাকায় প্রধান অতিথি হিসেবে এ বিজনেস সেন্টারের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাইকার কান্ট্রি ডিরেক্টর তোমোহিদি ইচিগুচি।
অনুষ্ঠানে জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি সোজি ইজোমি, এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিম, এলজিইডির ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) প্রকল্প পরিচালক মো. সানিউল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন, শেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, মহারশি রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আব্দুর রশীদসহ জাইকা, এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও প্রকল্পের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা জাইকার আর্থিক সহায়তায় নির্মিত রাবারড্যাম, পাইপলাইনসহ অন্যান্য উপ-প্রকল্পগুলো পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে কথা বলেন। এরপর প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এলজিইডি জানায়, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় ১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে এগ্রো বিজনেস সেন্টার নির্মাণ করা হয়েছে। এখানে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সংরক্ষণ করে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারবেন। এছাড়া এই প্রকল্পের আওতায় এর আগে ঝিনাইগাতীর মহারশি নদীতে রাবারড্যাম, পানির সঞ্চালন পাইপলাইন ও সমিতি ঘর নির্মাণ করা হয়েছে।
এতে আশপাশের ১ হাজার ৯৩ হেক্টর জমি আবাদের আওতায় এসেছে। উপকৃত হচ্ছেন প্রায় দেড় হাজার কৃষক। জাইকার অর্থায়নে বাংলাদেশ সরকারের সহযোগিতায় কৃষকদের জন্য পণ্য সংরক্ষণ ও সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়নে এলাকার তৃণমূলের হাজারও কৃষক ব্যাপক লাভবান হবে বলে জানিয়েছে স্থানীয়রা।
বিডি প্রতিদিন/এমআই