মাদারীপুরের ডাসারে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার উত্তর চলবল হাইস্কুল মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নবগ্রাম ইউনিয়নের উত্তর চলবল গ্রামের মৃত পুলিন বাড়ৈর ছেলে প্রকাশ বাড়ৈ(৩৮), প্রবীন পাত্রের ছেলে তন্ময় পাত্র(২১), লক্ষণ বাড়ৈর ছেলে বিটল বাড়ৈ(২৪) ও রঞ্জিত সরকারের ছেলে রথিন সরকার(২১)।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করে চার মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে প্রকাশ বাড়ৈর নামে একাধিক মামলা রয়েছে। আদালতে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশে দিয়েছেন।
বিডি প্রতিদিন/কামাল