শরীয়তপুরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার রাতে পালং মডেল থানায় একজনের নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী। অভিযোগের পর এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ভুক্তভোগী নারী বুধবার রাতে আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এরই মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছি এবং বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলমান রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন