টেকনাফে র্যাব-১৫ এর অভিযানে ১ লাখ ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী এলাকায় মেরিন ড্রাইভ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, মাদক পাচারের প্রস্তুতির খবর পেয়ে সিপিসি–১ এর দল অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ দুই জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বাটন মোবাইলও জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ আলী (৩৪), এবং মো. ইলিয়াছ (২৯)।
জব্দ করা ইয়াবা ও গ্রেপ্তারদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক