গাইবান্ধায় ব্র্যাকের শিক্ষা কর্মসূচির আওতায় ৯ জন শিক্ষার্থীকে মাধ্যমিক মেধাবিকাশ বৃত্তি ২০২৫ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা শহরের সুখশান্তির বাজার নারায়নপুর এলাকার ব্র্যাকের বিভাগীয় কার্যালয়ে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের শিক্ষা কর্মসূচির হিসাবরক্ষক সিদ্দিকুর রহমান, বিভাগীয় ব্যবস্থাপক জালাল উদ্দিন, কর্মসূচি সংগঠক বিউটি খাতুনসহ অন্যান্য কর্মকর্তা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাও অনুষ্ঠানে অংশ নেন।
বিডি প্রতিদিন/আশিক