বাংলাদেশ স্কাউটসের কাবিং সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুমিল্লা অঞ্চলের পরিচালনা এবং চাঁদপুর সদর উপজেলার ব্যবস্থাপনায় ৭০০তম কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কোর্সে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা কমিশনার ও কোর্স লিডার মো. শাহজাহান সিদ্দিকী।
প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা স্কাউটস সম্পাদক মোহাম্মদ হোসেন, সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মো. নেয়ামত হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম খান এবং চাঁদপুর সদর উপজেলা স্কাউটসের ভারপ্রাপ্ত সম্পাদক মো. ইদ্রিস আলী।
ওরিয়েন্টেশন কোর্সে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষক অংশ নেন। চারজন প্রশিক্ষক ও তিনজন কোর্স স্টাফ পুরো প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/আশিক