মেহেরপুরের গাংনী উপজেলার মড়কা বাজারে আলিফ ফার্নিচার কারখানা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
কারখানার মালিক ফারুক হোসেনের দাবি দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে।
তিনি জানান, প্রতিদিনের মতো কাজ শেষে সন্ধ্যায় কারখানা বন্ধ করে বাড়ি ফেরেন। রাতের মধ্যভাগে নাইটগার্ডের ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন, আগুনে তার কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।
তিন বছর আগে বিভিন্ন এনজিও থেকে সাড়ে পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসাটি শুরু করেছিলেন ফারুক। এই অগ্নিকাণ্ডে তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
ফারুকের বাবা সিরাজুল ইসলাম বলেন, ‘তিন বছর আগে জোড়পুকুরিয়ায় আমার আরেকটি ফার্নিচার কারখানাও একইভাবে রাতে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আবারও একই ঘটনায় আমরা সর্বস্বান্ত।’
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আগুন লাগার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/আশফাক