কুড়িগ্রামের রৌমারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার জাদুরচর ইউনিয়নের ধনারচর নতুন গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধনারচর নতুন গ্রামের শাহজাহানের ছেলে শাহবাব মণ্ডল (২) এবং আবু তালেবের ছেলে আবু ত্বহা মণ্ডল (৩)। সম্পর্কে তারা মামা-ভাগনে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত তারা প্রতিবেশী উমর আলীর পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলেও চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ দুপুরে নিহতদের মরদেহ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/তানিয়া