ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাইভোল্টেজ বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতাপ চন্দ্র বর্মণ (৩২) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রতাপ চন্দ্র রংপুর জেলার পীরগাছা উপজেলার সুভাষ চন্দ্র বর্মণের ছেলে।
তিনি পরিবারসহ সরাইল উপজেলার অরুয়াইল এলাকায় বসবাস করতেন এবং ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির অরুয়াইল সাব-জোনাল অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, বিকেলে পাকশিমুল খেলার মাঠসংলগ্ন এলাকায় পল্লী বিদ্যুতের একটি হাইভোল্টেজ লাইনে ত্রুটি দেখা দিলে প্রতাপ চন্দ্র খুঁটিতে উঠে মেরামতের কাজ শুরু করেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। পরে সহকর্মী ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সরাইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সরাইল থানার অফিসার ইনচার্জ মনজুর কাদের ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ