চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং যৌথবাহিনীর অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক হাইমচর উপজেলার আলগী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্য দ্রব্য তৈরির অপরাধে মদিনা বেকারিকে ২০ হাজার, মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করার অপরাধে পলাশ মেডিকেল হলকে ৩০ হাজার, একই অপরাধে মেসার্স মিলন মেডিকেল হলকে ১০ হাজার টাকা এবং সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ডেঙ্গু পরীক্ষা করার অপরাধে ইউনিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার , একই অপরাধে গ্রীন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার, পণ্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে মেসার্স মোবারক স্টোরকে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকা, নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে তিপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টেকে ১০ হাজার টাকাসহ মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: আরিফুল হাসান, জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম, হাইমচর উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর শর্মিলা রানী মন্ডল এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।
বিডি প্রতিদিন/হিমেল