হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ৯টার দিকে উপজেলার কাকাইলছেও বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে রাসেল মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ। নিহত রাসেল মিয়া কুমেদপুর গ্রামের ছুরত মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আনন্দপুর গ্রামের আলকুরান সওদাগর ও কুমেদপুর গ্রামের হান্নান মিয়ার গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি কাকাইলছেও পঞ্চায়েত কমিটি গঠন ও বাজারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তাদের বিরোধ চরমে উঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক পোষ্ট দেয় উভয় পক্ষ। গতকাল রাতে বাজারে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। এসময় বেশ কয়েকটি দোকান ভাঙ্গচুর ও লুটপাট করা হয়।
মঙ্গলবার সকালে দেশীয় অন্ত্র শস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়। আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রাসেল মিয়াকে মৃত ঘোষণা করেন। খবর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে দীর্ঘ দুই ঘন্টা পর সংঘর্ষ নিয়ন্ত্রন করে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম