আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে নির্বাচনী পরিবেশ সৃষ্টি, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। রবিবার (৭ ডিসেম্বর) বিকালে শহরের বিবি রোডে দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় দলের পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়।
বিজয়ের মাস উপলক্ষে দলীয় কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জেলা যুবশক্তির আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ ও মুখ্য সংগঠক রাইসুল ইসলাম।
শাকিল সাইফুল্লাহ বলেন, সাতটি মূল লক্ষ্য সামনে রেখে যুবশক্তির যাত্রা শুরু হয়েছে। তরুণদের কর্মসংস্থান তৈরিতে প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি উপজেলা পর্যায়ে খেলাধুলার আয়োজন এবং তরুণদের সুস্থ রাজনীতিতে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
রাইসুল ইসলাম বলেন, রাজনৈতিকভাবে তিনটি দাবি সামনে রেখে কর্মপরিকল্পনা সাজানো হয়েছে—আওয়ামী লীগের সন্ত্রাসীদের আইনের আওতায় আনা, ছাত্র-জনতার ওপর ব্যবহৃত এবং থানায় লুট হওয়া অস্ত্র উদ্ধার, এবং আসন্ন জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। তিনি অভিযোগ করে বলেন, এনসিপির প্রার্থীদের ব্যানার–ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে, যা স্পষ্টভাবে নির্বাচনী সমতার ঘাটতি নির্দেশ করে। এসব দাবির বাস্তবায়নে ধারাবাহিক কর্মসূচি চালানো হবে বলেও জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আল হাসান, অনিক খান সিয়াম, ইশতিয়াক ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিব, সংগঠক সোহাইল রহমান ইফতি, আরমান হোসেন ও মোখলেসুর রহমান প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল