নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হলেই কেবল সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গোলটেবিল বৈঠকের বক্তারা। শনিবার সকালে বরিশালে নগরীর বিডিএস মিলনায়তনে এ বৈঠক আয়োজন করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন সুজনের বরিশাল জেলা কমিটির সভাপতি গাজী জাহিদ হোসেন। প্রধান অতিথি ছিলেন মহানগর কমিটির সভাপতি আব্দুল মোতালেব হাওলাদার।
বৈঠকে বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা কমিটির সাধারণ সম্পাদক রনজিত দত্ত, সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতাসহ অন্যরা। প্রধান আলোচক ছিলেন সুজনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
বক্তারা বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতার চর্চা চালু করতে হবে। সব ক্ষমতা যেন কেন্দ্রীভূত না হয় সেজন্য আইনি বিধান সৃষ্টি করতে হবে। প্রকৃত অর্থেই মন্ত্রীপরিষদ শাসিত সরকার ব্যবস্থা চালু করতে হবে।
রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের প্রস্তাব দিয়ে বক্তারা বলেন, কর্তৃত্ববাদী শাসনের অবসানসহ গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে রাজনৈতিক দলের সংস্কৃতিতে আমূল পরিবর্তন আনা প্রয়োজন। ৫ আগস্টের পর সারাদেশ থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধারে তেমন সফলতা না আসার বিষয়ে শঙ্কা প্রকাশ করেন তারা।
বিডি-প্রতিদিন/এমই