কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আনিসুর রহমান আখন্দ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সকাল নয়টায় তাঁর প্রথম জানাজা ব্রাহ্মণপাড়ার ষাইটশালা এতিমখানায় অনুষ্ঠিত হয়। বাদজুমা কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। নগরীর নতুন চৌধুরীর পাড়া কবরস্থানে দাফন করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন