ঝিনাইদহের কালীগঞ্জে ওমর আলী নামে এক নসিমন চালককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওমর কালীগঞ্জ উপজেলার বেলাট গ্রামের ছাত্তার শেখের ছেলে।
শুক্রবার সকালে কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ সুগার মিলের ফার্মের মাঠের রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে নসিমন নিয়ে বাড়ি থেকে বের হন ওমর। শুক্রবার সকালে সুগার মিলের ফার্মের মাঠে ওমর আলীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নসিমন ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন