কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শীত ও দুর্বলতার কারণে দলছুট হয়ে শকুনটি এলাকায় নেমে আসে। পাখিটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে দেখতে ভিড় করেন স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী উপজেলার পশ্চিম ধনিরাম সরকার পাড়া এলাকার একটি বাঁশঝাড় থেকে শকুনটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা আতাউর রহমান বলেন, সকালে বের হয়ে দেখি বাঁশঝাড়ে শকুনটি বসে আছে। কাছে গেলে উড়তে পারছিল না। পরে সেটিকে ধরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে খবর দেই। তারা এসে শকুনটিকে নিয়ে যায়।
শকুন দেখতে আসা আরেক বাসিন্দা সাদেকুর রহমান বলেন, বিরল প্রজাতির শকুনের খবর শুনে দেখতে এসেছিলাম। পরে প্রাণিসম্পদ কর্মকর্তারা এটিকে নিয়ে যান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল রহমান কনক বলেন, শকুনটির বয়স বেশি। বয়সজনিত দুর্বলতা আর শরীরের আঘাতের কারণে এটি উড়তে পারছিল না। উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।
ফুলবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন বলেন, ঘটনার বিষয়ে বন বিভাগকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বিডি-প্রতিদিন/সুজন