বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে জেলেদের জালে ধরা পড়া একটি বড় ইলিশ মাছ বিক্রি হয়েছে প্রায় ১৫ হাজার টাকায়।
বুধবার (৩ ডিসেম্বর) জেলে রুমেনের জালে ধরা পড়ে দুই কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশটি। স্থানীয়রা জানান, সকালে চাখার ইউনিয়নের চালিতাবাড়ি এলাকায় জাল ফেলেন রুমেন। জাল উঠানোর পর বিশাল আকৃতির ইলিশটি দেখতে পান তিনি।
পরে মাছটি বানারীপাড়া পৌরসভার বন্দর বাজারে নিয়ে আসা হলে ডাকে প্রতি কেজি ৫ হাজার ৫০০ টাকা দরে ১৪,৩০০ টাকায় মাছটি বিক্রি হয়। মাছটি দেখতে বাজারে উৎসুক জনতা ভিড় করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ