বরিশালের গীর্জা মহল্লার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা না হওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
বুধবার সকালে নগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কের দুপাশে যানচলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পথচারীরা ভোগান্তিতে পড়েন।
পুলিশ ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে। পরে অভিভাবকদের সহায়তায় পরীক্ষা শুরু হয়।
অভিভাবকরা জানান, বিদ্যালয় থেকে বুধবার পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়। সকালে এসে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান গেট তালাবদ্ধ। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তাদের দাবি, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে বার্ষিক পরীক্ষা সুন্দরভাবে নেওয়া হোক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা জানান, শিক্ষার্থীদের ও অভিভাবকদের বিক্ষোভের পরই পরীক্ষা পরিচালনা করা হয়েছে, কিন্তু কোনো সহকারী শিক্ষক সহায়তা করেননি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, কেন্দ্রীয়ভাবে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শাটডাউন কর্মসূচি পালন করছেন, তাই তারা দায়িত্বে উপস্থিত ছিলেন না।
বিডি-প্রতিদিন/সুজন