বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাঙামাটির রাজবন বিহারে বিশেষ প্রার্থনা হয়েছে।
বুধবার সকাল ১০টায় রাঙামাটি জেলা বিএনপির উদ্যোগে এ প্রার্থনার আয়োজন করা হয়।
প্রার্থনায় অংশ নেন আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত চূড়ান্ত প্রার্থী, রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ–উপজাতি বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল মনীষ দেওয়ানও।
রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির, জ্ঞানপ্রিয় মহাস্থবিরসহ ভিক্ষুসংঘের সদস্যরা এ সময় বিশেষ প্রার্থনা পরিচালনা করেন। তারা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা জানান।
বিডি-প্রতিদিন/সুজন