চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি অবৈধভাবে ভারত গিয়ে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে বলে অভিযোগ উঠেছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে মমিন মিয়া (২৯) ও দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ইব্রাহিম রিংকু (২৮)।
বিষয়টি জানতে পেরে বিএসএফের সাথে যোগাযোগ করলে তারা কোনো তথ্য দিতে পারেনি বলে জানায় বিজিবি। আর তাদের পরিবারও এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (৩০ নভেম্বর) রাতে ওয়াহেদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যায় মমিন মিয়া ও ইব্রাহিম রিংকুসহ কয়েকজন চোরাকারবারী। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে এলেও মোমিন ও রিংকু ভারতে থেকে যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পাঁকা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য রফিক উদ্দিন বলেন, এলাকার মানুষের কাছ থেকে তিনিও বিষয়টি শুনেছেন। তবে নিখোঁজ ব্যক্তিরা চোরাচালানের সাথে জড়িত। কিন্তু তাদের পরিবারের কাছ থেকে কোনো তথ্য দেয়া হয়নি।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন, ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে দুই বাংলাদেশি নিখোঁজের বিষয়টি শুনেছি। এরপর বিষয়টি নিয়ে বিএসএফের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি অস্বীকার করেছে। পরবর্তীতে কোনো তথ্য পাওয়া গেলে তা গণমাধ্যমেকে জানানো হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/জামশেদ