বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, নেক হায়াত ও রোগমুক্তি কামনায় ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর মজুমদার বাড়িতে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে তার পৈতৃক বাড়িতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। এছাড়া ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখর আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ দেশনেত্রীর সুস্থতা কামনায় সকলকে দোয়ায় শামিল হওয়ার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল