টাঙ্গাইলের বাসাইল উপজেলায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৫-৭ জনের ডাকাতদল পুলিশের ধাওয়ার মুখে জিপ গাড়ি ফেলে পালিয়েছে।
সোমবার রাত সাড়ে ১২টায় ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কে ঘটনা ঘটে।
পুলিশের তাড়া খাওয়ার সময় ডাকাতদল কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব পৌলি নলগাইরা বাজারে গাড়ি ফেলে পালিয়ে যায়। পুলিশ কাউকে আটক করতে পারেনি। জিপটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
বাসাইল থানার কনষ্টেবল নুরুল ইসলাম জানিয়েছেন, ডিউটিরত অবস্থায় জিপকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলে চালক চাপা দেওয়ার চেষ্টা করেন। পরে গাড়ি নলগাইরা বাজারে ফেলে পালিয়ে যায়।
ওসি জালাল উদ্দিন বলেন, গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হবে। ডাকাতদল রংপুর থেকে আসা গরু বোঝাই ট্রাক ছিনতাইয়ের চেষ্টা করেছিল এবং দুই গরু ব্যবসায়ীকে জিপে তুলে নিয়ে পালিয়েছে। পরে তাদের রাস্তার পাশে ফেলে চলে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/সুজন