খাগড়াছড়িতে যোগদানকারী নবাগত পুলিশ সুপার মিজা সায়েম মাহমুদের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কার্যালয়ের সন্মেলন কক্ষে সোমবার বিকেলে এ সভা হয়।
পুলিশ সুপার বলেন, আমি সাংবাদিকদের সহযোগিতা নিয়েই এখানে শান্তি বজায় রাখতে চাই। পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তব্য রাখেন এএস পি বিল্লাল হোসেন, প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সমীর মল্লিক।
বিডি প্রতিদিন/এএম