শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহ দিতে ফটিকছড়িতে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে উপকরণ তুলে দেওয়া হয়।
লেলাং ইউনিয়নের স্টুডেন্ট কেয়ার কোচিং-এর পরিচালক মোহাম্মদ আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেলাং ইউপির প্যানেল চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন। প্রধান আলোচক ছিলেন শাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দিন। সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মো. শাকের মিয়া।
বিশেষ অতিথি ছিলেন প্রবাসী ব্যবসায়ী আব্দুল মান্নান, ইসলামীয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাবেদ হোসেন এরশাদ, ফটিকছড়ি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন এবং ইসলামীয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তফা কামরুল হোসেন।
প্রধান অতিথি বলেন, ‘পুথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আজকের এই শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করবে।’
প্রতিষ্ঠানের পরিচালক শাকের মিয়া ও ফয়সাল উদ্দিন বলেন, আমরা কেবল ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, বরং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে আমরা সবসময় আছি। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল