বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মানিকগঞ্জের ঘিওরে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ঘিওর উপজেলা মডেল মসজিদে জুমা নামাজ আদায় শেষে এই বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ ছেলে ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু)।
এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু) এর বাবা বিএনপির প্রয়াত মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ