কুমিল্লায় ৯ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, একটি ভালো বই আপনার সন্তানের সুন্দর গাইডলাইন হতে পারে, বই সন্তানকে ভালো বন্ধুর মতো সঙ্গ দিতে পারে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত কুমিল্লা জেলা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং কুমিল্লা জেলা প্রশাসনের বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান।
বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহা. খালিদ হোসেন এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।
সম্মানিত আলোচক ছিলেন লেখক ও গবেষক প্রফেসর ড. আনোয়ারুল হক এবং কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহতাব সুমন।
মেলায় রাজধানীর ৭৪টি প্রকাশনা প্রতিষ্ঠান, ১০টি সরকারি প্রতিষ্ঠান এবং কুমিল্লার ১০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৯৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
আগামী ৬ ডিসেম্বর বইমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলা উপলক্ষে কুইজ, বিতর্ক ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলায় বই বেচাকেনা চলবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ