গোপালগঞ্জ শহরের একটি হোটেল থেকে আলহাম মিয়া (৬১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর দেড়টার দিকে শহরের জিমি হোটেলের ৫০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলহাম মিয়ার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার কাজীকান্দা গ্রামে। তিনি ইউছুব মোল্যার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, আলহাম মিয়া ২৫ নভেম্বর অফিসিয়াল কাজে রাজবাড়ী থেকে গোপালগঞ্জে এসে জিমি হোটেলে ওঠেন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত হোটেলকর্মীরা ডাকাডাকি করেও তার কোনো সাড়া পাননি। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
ওসি জানান, কক্ষ থেকে কয়েকটি আইডি কার্ড ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন