ঠাকুরগাঁওয়ে ৫ দিনব্যাপী জেলা রোভারমুট ২০২৫ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে জেলা রোভারমুটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
এসময় তিনি বলেন, ‘রোভার স্কাউটস প্রকৃত মানুষ গড়ে উঠার শিক্ষা দেয়। স্কাউটসের মাধ্যমে শিক্ষার্থীরা নিয়ম ও সময়ানুবর্তিতা, নিজেদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ, শৃংঙ্খলা, সম্মান ও শ্রদ্ধাবোধ শিক্ষা পেয়ে থাকে।’
উদ্বোধনে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম,বাংলাদেশ স্কাউট দিনাজপুর আঞ্চলিক কমিশনার আক্তারুজ্জামান, ইকো কলেজের অধ্যক্ষ ডা.সেলিনা আক্তার,জেলা স্কাউট এর সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুসহ অন্যান্যরা।
জেলা রোভার আয়োজিত ৫দিনব্যাপী এই রোভারমুটে জেলার বিভিন্ন কলেজের ৫০টি ইউনিটের ৫০০ রোভার স্কাউটস অংশ নিচ্ছে।
বিডি-প্রতিদিন/আশফাক