অপহরণের এক সপ্তাহ পর টেকনাফের লেদা এলাকায় রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসীদের হাতে অপহৃত ব্যবসায়ী নুরুল ইসলাম মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন। বুধবার সন্ধ্যায় অপহরণকারীরা তাকে পাহাড়ের পাদদেশে আহত অবস্থায় ফেলে যায়। পরিবারের দাবি, বড় অংকের বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
গত ২০ নভেম্বর রাতে একদল অস্ত্রধারী নুরুল ইসলামের বাড়িতে ঢুকে হামলা চালায়, এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং ভাঙচুর চালিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। প্রথমদিকে অপহরণকারীরা ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করলেও ঠিক কত টাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি।
নুরুল ইসলামের ছেলে কামাল হোসাইন বলেন, মোটা অংকের টাকা দিয়ে বাবাকে ফেরত আনতে হয়েছে। রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, রোহিঙ্গা সন্ত্রাসীরা নুরুল ইসলামকে তুলে নিয়ে যায় এবং পরে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় বলে তারা শুনেছেন।
টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউসার সিকদার বলেন, অপহৃত ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয়েছে—এ তথ্য আমরা নিশ্চিত হয়েছি। তবে মুক্তিপণের বিষয়ে কিছু জানা নেই। প্রাথমিকভাবে ধারণা করছি, জমি ও ব্যবসায়িক বিরোধের জের ধরেই এই অপহরণের ঘটনা ঘটেছে।
বিডি-প্রতিদিন/মাইনুল