বাংলাদেশের ভুখণ্ড ব্যবহার করে ভুটানের পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম বা ‘ট্রায়াল রান’ শুরু হচ্ছে বুড়িমারী স্থলবন্দর দিয়ে। চট্টগ্রাম বন্দর থেকে আসা প্রায় ১৫ টন মালামাল আগামী ২৪ ঘণ্টার মধ্যে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে পৌঁছাবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বন্দর কর্তৃপক্ষ মালামালটি ভারত হয়ে ভুটানে পাঠাবে।
বুধবার দুপুরে ট্রায়াল রানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ। স্থলবন্দর–সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, কার্গোবাহী ট্রাক বন্দর এলাকায় প্রবেশ করলেই দ্রুত কার্যক্রম সম্পন্ন করে ভুটানের উদ্দেশে পণ্য পাঠানো হবে।
এর আগে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের বাংলাদেশ সফরকালে ২২ থেকে ২৬ নভেম্বরের মধ্যে ট্রায়াল রান পরিচালনার ঘোষণা দেওয়া হয়। ভুটান জানিয়েছে, প্রথম পরীক্ষামূলক চালানে থাইল্যান্ড থেকে আমদানিকৃত ১৫ টন পণ্য চট্টগ্রাম বন্দর হয়ে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটানে প্রবেশ করবে।
বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা বলেন, ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার হলে এ অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে। এতে কর্মসংস্থান বাড়বে এবং স্থলবন্দরকেন্দ্রিক বিভিন্ন ব্যবসা–বাণিজ্য প্রসার পাবে।
বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ ব্যবসায়ী ইবনে সুমন বলেন, ‘এই ট্রায়াল রান দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন সম্ভাবনা তৈরি করবে। স্থলবন্দরের কর্মসংস্থানও বাড়বে।’
বুড়িমারী স্থলশুল্ক বিভাগের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নির্ধারিত সময়ে খালাস হলে তা ২৪ ঘণ্টার মধ্যে বুড়িমারীতে পৌঁছাতে পারে। ‘আনুষ্ঠানিকতা শেষ হলে দ্রুতই ভুটানের উদ্দেশে চালানটি পাঠানো হবে,’ বলেন তিনি। তাঁর মতে, এ কার্যক্রম দুদেশের ব্যবসা–বাণিজ্য আরও প্রসারিত করবে।
বিডি-প্রতিদিন/সুজন