গাইবান্ধার ফুলছড়িতে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আরিফুজ্জামান।
এর আগে সোমবার বিকেলে উপজেলার উদাখালী ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
উদাখালী ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী বলেন, এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
ইউপি সদস্য ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে উপজেলার উদাখালী ইউনিয়নের সরকারপাড়া এলাকায় শিয়ালটি হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ে। শিয়ালটি মুহূতেৃর মধ্যে ওই গ্রামের ওমর ফারুক (৪৫), আব্দুর রশিদ (৫০), সাহিদা বেগম (৪৩), মুক্তা খাতুন (২২), মামুনী খাতুন (২২), ফেন্সি বেগম (৫৫), আলেয়া বেগম (৬০), টুকটুকি খাতুন (৮) সহ অন্তত ১০ জনকে কামড়ে আহত করে।
এ ছাড়া শিয়ালটি বেশ কয়েকটি গরুকেও কামড় দেয়।
এতে আতঙ্কিত হয়ে আহতরা চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে শিয়ালটিকে ধাওয়া করেন। একপর্যায়ে শিয়ালটিকে ধরে পিটিয়ে মেরে ফেলেন স্থানীয়রা। আহতদের দ্রুত উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, শিয়ালের কামড়ে আহত সকলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সরবরাহ নেই। তাই তাদেরকে গাইবান্ধা সদর হাসপাতালে অথবা নিকটস্থ কোথাও পাওয়া গেলে দ্রুত ভ্যাকসিন নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক