যশোরে বিপুল সংখ্যক ভারতীয় সিমকার্ডসহ বাবুল হোসেন (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার নোয়ালি গ্রামের চাঁদ আলী বিশ্বাসের ছেলে। যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার কাঁচাবাজার মসজিদ গলির খন্দকার মিলনের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
রবিবার রাতে তাকে আটক করা হয়।
পুলিশ বলছে, ওই বাসায় অবস্থান করে বাবুল অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করতেন। পাশাপাশি ভারতসহ বিদেশে তিনি বিভিন্ন তথ্য পাচার করতেন বলেও সন্দেহ করা হচ্ছে।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশের একটি দল বাবুলের ভাড়া বাসায় অভিযান চালায়। অভিযানের সময় দুই–তিনজন পালিয়ে গেলেও বাবুলকে আটক করা হয়।
তল্লাশিতে ঘর থেকে একটি ল্যাপটপ, ভারতীয় বিভিন্ন কোম্পানির ৩১৭টি সিমকার্ড, ভিওআইপি সরঞ্জামের একটি কালো মেশিন, দুটি বাংলাদেশি সিমকার্ড এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ আইনে বাবুল হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক কাজী বাবুল।
বিডি-প্রতিদিন/সুজন