ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গতকাল নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। জনতার দলকে কলম প্রতীক দেওয়া হয়েছে। একই সঙ্গে আমজনতার দলকেও নিবন্ধন দেওয়া হচ্ছে। যার প্রতীক প্রজাপতি। প্রতীকে নিবন্ধন দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দল দুটির বিষয়ে কারও আপত্তি থাকলে ৯ ডিসেম্বরের মধ্যে ইসি সচিবের কাছে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে। সবশেষ গত ১৮ নভেম্বর জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকে ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) নিবন্ধন দেওয়া হয়। এরপর অনশনে নামেন আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। অবশেষে পুনঃ তদন্তের পর দলটিও নিবন্ধন পেতে যাচ্ছে। এর মধ্য দিয়ে বর্তমান ইসি চারটি দলকে নিবন্ধন দিল।এবার নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে আবেদন আহ্বান করা থেকে চূড়ান্ত করা পর্যন্ত ৯ মাস পার করল এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি।
নিবন্ধন পেতে আগ্রহী নতুন দলের কাছ থেকে এ বছরের ১০ মার্চ আবেদন আহ্বান করা হয়। এক দফা সময় বাড়ানোর পর ২২ জুনের মধ্যে ১৪৩টি দল আবেদন করে।
নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থতায় প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে ১২১টি দল। বাকি ২২টি দলের বিষয়ে সরেজমিন তদন্ত চালায় ইসির এ-সংক্রান্ত কমিটি। ৩০ সেপ্টেম্বর জানানো হয়, দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়। একটি দলের বিরুদ্ধে ফের আপত্তি ওঠে। এরপর পুনঃ তদন্তে যায় কমিশন।