বাংলাদেশ ব্যাংক মতিঝিল অফিসের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খাঁন নির্বাহী পরিচালক (গ্রেড-১) পদে পদোন্নতি পেয়েছেন। ১ ডিসেম্বর তাঁকে এ পদোন্নতি দেওয়া হয়। খুলনার কৃতী সন্তান মো. আমজাদ হোসেনের জন্মস্থান খুলনা। ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগ দেন। তিনি মতিঝিল অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের অপারেশনাল ইস্যু থেকে শুরু করে পরিবেশগত উন্নয়নে অনবদ্য ভূমিকা রাখেন।
এ ছাড়া অন্তর্র্বর্তী ও আন্তঃঅফিশিয়াল বিভিন্ন জটিলতা সমাধানেও তাঁর অবদান অনস্বীকার্য। চাকরিজীবনের বিভিন্ন সময়ে তিনি খুলনা অফিস, বরিশাল অফিস, প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, এসএমই অ্যান্ডস্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, কৃষি ঋণ বিভাগ, ব্যাংকিং বিভাগ, আইন বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বাস্তবায়িত জাইকা সহায়তাপুষ্ট এসএমএপি প্রকল্পে প্রকল্প পরিচালক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।