চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগে দুটি ক্যাথল্যাব মেশিন ছিল। এর মধ্যে ২০২১ সালের অক্টোবর মাসে একটি নষ্ট হয়ে যায়। কিন্তু সচল থাকা মেশিনটিও অতিরিক্ত চাপের কারণে বিভিন্ন সময় নষ্ট হয়ে যায়। ফলে বিপাকে পড়তে হয় গরিব-অসহায় রোগীদের। বর্তমানে বৃহত্তর চট্টগ্রামের হৃদরোগীদের এনজিওগ্রামসহ জীবনরক্ষাকারী কিছু চিকিৎসা এই একটি মেশিনের ওপরই নির্ভর করতে হয়। প্রায় চার বছর পর চমেক হাসপাতালে যোগ হচ্ছে আরেকটি নতুন ক্যাথল্যাব মেশিন। ইতোমধ্যে মেশিনটি হাসপাতালের ১২ নম্বর ওয়ার্ডে স্থাপনের কাজ শুরু হয়েছে।