ইসলাম সর্বক্ষেত্রে পরিব্যাপ্ত। ব্যক্তিজীবন থেকে পারিবারিক এবং রাষ্ট্রীয়- সর্বক্ষেত্রে ইসলামের নির্দেশনা রয়েছে। একজন ইমামকে যেমনিভাবে নামাজ, রোজা, হজ ও জাকাত সম্পর্কে আলোচনা করতে হবে, তেমনিভাবে সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, চাঁদাবাজি ইত্যাদি সামাজিক অপরাধ সম্পর্কে এবং একই সঙ্গে দীন প্রতিষ্ঠা অর্থাৎ আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালনার জন্য জনগণকে সচেতন করে তুলতে হবে। এ দায়িত্ব আনজাম দিতে গিয়ে ইমামরা বাধাগ্রস্ত হতে পারেন। সে ক্ষেত্রে সব বাধা উপেক্ষা করে সৎসাহসের পরিচয় দিতে হবে। বাধা আসার ভয়ে শরিয়তের কিছু অংশ প্রকাশ করা, কিছু অংশ গোপন করার অবকাশ নেই। গতকাল পিরোজপুরের নাজিরপুর আলিয়া মাদ্রাসা চত্বরে সরকারি কর্মক্ষেত্রে কওমি সনদের মূল্যায়ন ও ইমাম-মুয়াজ্জিনদের সরকারিভাবে সম্মানী ভাতা প্রদানের দাবিতে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, নাজিরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ইমাম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী এসব কথা বলেন।
তিনি বলেন, ইসলামের সোনালি যুগে সমাজ, রাষ্ট্র পরিচালিত হতো মসজিদকে কেন্দ্র করে। বিচারকার্য পরিচালনা করা হতো মসজিদে। সমাজ ও রাষ্ট্র পরিচালনার জ্ঞান বিতরণ করা হতো মসজিদ থেকেই। সেই ইতিহাস আমরা ভুলে গেছি। মসজিদকে আমরা ধর্মীয় একটি স্থান ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। ইসলামকে আমরা শুধু কিছু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। উলামা হযরতগণকে ইসলামের সোনালি যুগের সেই ইতিহাসকে আবার ফিরিয়ে আনতে হবে।
বাংলাদেশ ইমাম সমিতির নাজিরপুর উপজেলা সভাপতি মাওলানা হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওলানা আবু দাউদের সঞ্চালনায় ইমাম সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা আবদুর রাজ্জাক শেখ, আমির মাওলানা আবদুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাজিরপুর উপজেলা সভাপতি মাহবুবুর রহমান ফিরোজীসহ ইমাম সমিতির বিভিন্ন ইউনিয়নের নেতারা।