রাজধানীসহ সারাদেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। যে কারণে রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়।
তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন। বুধবার (১০ ডিসেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
বিএনপি
সকাল সাড়ে ১০টায় খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিউটে বিএনপির দেশগড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সভাপতিত্ব করবেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ইসলামী ছাত্রশিবির
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আওয়ামী ফ্যাসিবাদী আমলের মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনার তথ্যচিত্র প্রদর্শনী ও সেমিনার আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির।সকাল ১০টায় সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত হবে। এতে অতিথি থাকবেন- সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী।
কর্মবিরতি
সকাল ১০টা থেকে দিনব্যাপি ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদফতর প্রাঙ্গণে দেশের ৬৪ জেলার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা ২৬ হাজার স্বাস্থ্য কর্মীদের সংগঠন ‘বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’ ব্যানারে নিয়োগবিধি সংশোধন বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ছয় দফা দাবিতে ১২তম দিনের মতো লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করবেন।
র্যাবের প্রেস ব্রিফিং
রাজধানীর পল্টন থেকে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে র্যাবের কটি, হ্যান্ডকাফ ও মাইক্রোবাসসহ আটক করা হয়। রাজধানীর লালবাগে কারখানা কর্মচারী মোহাম্মদ হোসেনকে (২৫) ছুরিকাঘাতে হত্যার চাঞ্চল্যকর মামলায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে একজনকে ঘটনার চার ঘণ্টার মধ্যে গ্রেফতার করার বিষয়ে প্রেস ব্রিফিং করা হবে।
এনসিপি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সম্মেলন শুরু হবে।
উপদেষ্টা আসিফ মাহমুদ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সমসাময়িক বিষয় নিয়ে একটি প্রেস ব্রিফিং করবেন। বিকেল ৩টায় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষ বাংলাদেশ সচিবালয়ে এই সম্মেলন শুরু হওয়ার কথা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ