মোবাইল ফোনের ভ্যাট কমিয়ে সর্বোচ্চ ২০ শতাংশ নির্ধারণ ও মোবাইল ফোনের রেজিস্ট্রেশন সিস্টেম সহজ করার দাবিতে বগুড়ায় বিক্ষোভ ও মিছিল করেছেন মোবাইল ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বগুড়া শহরের সাতমাথা এলাকায় এই মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বগুড়া শহরের শতাধিক মোবাইল ব্যবসায়ী অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় এসে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া পুলিশ প্লাজা মোবাইল মার্কেটের সভাপতি শামীম সরকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, টিএমএসএস মোবাইল মার্কেটের সাংগঠনিক সম্পাদক রনি মাহমুদ, মোবাইল ব্যবসায়ী রায়হান, আবু সাঈদ, রোমান হাসান, সৈয়দ নোমান, কামাল হোসেন, আসিফসহ আরও অনেকে।
সমাবেশে ব্যবসায়ীরা বলেন, বর্তমানে মোবাইল ফোনে ৫৭ শতাংশ ভ্যাট সম্পূর্ণ অযৌক্তিক। পৃথিবীর কোনো দেশেই এত বেশি ভ্যাট নেই। বিশ্বের অধিকাংশ দেশে ভ্যাটের হার সর্বোচ্চ ২০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ। তারা বলেন, আমাদের দেশেও সর্বোচ্চ ২০ শতাংশ ভ্যাট নির্ধারণ করা হলে আমরা তা পরিশোধে প্রস্তুত আছি।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, একটি সিন্ডিকেটের মাধ্যমে মোবাইল ফোনের ওপর অস্বাভাবিক হারে ভ্যাট বাড়ানো হচ্ছে। ভ্যাট বৃদ্ধি পেলে একজন সাধারণ ক্রেতা তার পছন্দমতো মোবাইল ফোন কিনতে পারবেন না। কারণ, ৫৭ শতাংশ ভ্যাট যোগ হলে মোবাইল ফোনের দাম আরও অনেক বেড়ে যাবে। তাই এই সিন্ডিকেট সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান ব্যবসায়ীরা।
তারা আরও বলেন, বাংলাদেশে সব মডেলের মোবাইল ফোন পাওয়া যায় না। তাই বিদেশ থেকে ব্যবহৃত বিভিন্ন মডেলের মোবাইল ফোন আমদানি করে দেশে বিক্রি করতে হয়। সরকারিভাবে মোবাইল ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হলেও এ প্রক্রিয়া আরও সহজ ও ব্যবহারবান্ধব করা প্রয়োজন। যাতে সহজেই রেজিস্ট্রেশন এবং প্রয়োজনে তা বাতিল করা যায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ