গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আজ মঙ্গলবার সকালে তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে। আবহাওয়া অধিদপ্তর বলছে, সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, আজ দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এসময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত।
বিডি প্রতিদিন/এএম