গাজীপুরের শ্রীপুর উপজেলায় নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় মাচা ছিঁড়ে পড়ে রাসেল নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মো. রাসেল (২৬) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার শালুয়াদি গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে। শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বেড়াইদেরচালা এলাকায় পরিবার নিয়ে ভাড়া থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনেরা জানান, শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বেড়াইদেরচালা এলাকার একটি মাদ্রাসায় নির্মাণ কাজ চলছে। শনিবার রাসেল সেখানে ৫ তলা ভবনে কাজ করার সময় হঠাৎ মাচা ভেঙে নিচে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় নিহতের স্বজনেরা লিখিত অভিযোগ দায়ের করেছেন। মরদেহের ময়নাতদন্ত করা হবে। এছাড়াও যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/জামশেদ